Monday 6 April 2009

6) RSS ফিড কি, Feed Burner কি এবং এটি আপনার ব্লগের জন্য কেন প্রয়োজন?

RSS feeds একটি ব্লগের কেন্দ্রিয় অংশ। RSS হলো Really Simple Syndication. এটা আপনাকে সুবিধা দিবে আপনার পাঠকদের আপনার Blog সহজে পড়ার এবং বেশি সময় তাদেরকে ব্যস্ত রাখার।

সব ব্লগেরই একটি নিজস্ব RSS feed system থাকে কিন্তু আমরা একে আরো সচল করে থাকি FeedBurner এর সাহায্যে। FeedBurner এর মাধ্যমে আপনি আপনার ব্লগের RSS feed তৈরী করতে পারবেন এবং এর সাহায্যে সহজেই Blog কে জনপ্রিয় করে তুলতে পারবেন।
আপনার ব্লগের ভবিষ্যত সফলতার জন্য RSS feed অনন্য ভুমিকা পালন করবে। বেশিরভাগ ভিসিটর কয়েকদিন পর একটি ব্লগের ব্যাপারে ভুলে যায় কারন হয়তো সে Blog টি মনে রাখার মত ছিল না, কিন্তু আপনার Blog এ যদি RSS subscriber থাকে তাহলে সে subscribe করে রাখতে পারবে এবং নিয়মিত আপনার ব্লগের আপডেট পেয়ে যাবে।

How to use Blog Feed:
Go to http://www.feedburner.com/fb/a/home একটি সহজ Blog Feed Address তৈরী করুন যেমন, আমার Feed Address হলো: http://feeds2.feedburner.com/ahasan-sms. বেশিরভাগ visitor Feed Reader সর্ম্পকে বেশি কিছু জানে না তাই তাদের জন্য সেরা সমাধান হল e-mail subscription ব্যবস্থা। FeedBurner এর e-mail subscribtion option চালু করুন নিম্নরুপে:

My Feed এ click করুন
Feed Title এ click করুন
Publicize এ click করুন
Email Subscription click করুন
Use as a widget in check box থেকে Blogger Choose করুন
Go এ click করুন
Add Widget এ click করুন
আপনার visitor ইমেইলের মাধ্যমে আপনার Blog subscribe করতে পারবে। যখনি আপনি Blog আপডেট করবেন, তখনি আপনার পাঠকরা তা তাদের ইমেইল ইনবক্সে পেয়ে যাবে।
আপনার Blog এ “Subscribe in a Reader” widget add করতে Chicklet Chooser এ Click করুন এবং same system follow করুন।

How to use Feed Reader:
একজন ব্লগার হিসাবে প্রতিটি ব্লগের ইমেইল পাঠক হওয়া ঝামেলার ব্যাপার। আপনার ইনবক্স ভরে যাবে RSS আপডেটে।Feed Reader এ আপনি easily আপনার প্রিয় Blog পড়তে পারবেন। সবচেয়ে সহজ Feed Reader হল Google Reader. www.Google.com/reader –এ যান এবং আপনার জি-মেইল একাউন্ট দিয়ে লগ ইন করুন। কোন ব্লগের সাবস্ক্রাইবার হতে হলে ওই Blog এ গিয়ে Subscribe in a Reader –এ ক্লিক করুন এবং Google Reader Choose করুন অথবা Follow তে click করুন।এখন আপনি Google Reader এ Lettest Blog update পড়তে পারবেন। এভাবে আপনি যতখুশি তত Blog পড়তে পারবেন, তাও আবার Blog এ visit না করেই।

5) How to get more visitor in your Blog?


১) অন্যের Blog Follow করুন তাহলে ওইসব blog থেকে কিছু visitor আপনার Blog এ আসতে পারে।

২) facebook.com এ আপনার ব্লগ এর বিষয়ের সাথে মিলিয়ে Group করতে পারেন ব্লগ এর address use করে। Group member দের কেউ কেউ আপনার ব্লগ ভিজিট করতে পারে। আমার Group দেখার জন্য Facebook এ "Let’s make fun with SMS." লিখে search করুন।

৩) http://groups.yahoo.com/ তে ও আপনার ব্লগ এর বিষয়ের সাথে মিলিয়ে Group করতে পারেন। Yahoo Group এর post Search Engine এর প্রথম পাতায় আসতে দেখা যায় মাঝে মাঝে।

৪) Blogger এ দেওয়া template use না করে google থেকে search করে professonal template use করতে পারেন। প্রফেশনাল template দেখতে এখানে click করুন। এই Blog এ Professional Template use করা হয়েছে

৫) youtube এ chennel খুলতে পারেন। আপনার upload করা video তে Blog এর url Address লিখে দিন। Free তে আপনার Blog এর Advertize হয়ে যাবে। আমার
upload করা video দেখুন:


Grab this Widget ~ Blogger Accessories