Monday 6 April 2009

6) RSS ফিড কি, Feed Burner কি এবং এটি আপনার ব্লগের জন্য কেন প্রয়োজন?

RSS feeds একটি ব্লগের কেন্দ্রিয় অংশ। RSS হলো Really Simple Syndication. এটা আপনাকে সুবিধা দিবে আপনার পাঠকদের আপনার Blog সহজে পড়ার এবং বেশি সময় তাদেরকে ব্যস্ত রাখার।

সব ব্লগেরই একটি নিজস্ব RSS feed system থাকে কিন্তু আমরা একে আরো সচল করে থাকি FeedBurner এর সাহায্যে। FeedBurner এর মাধ্যমে আপনি আপনার ব্লগের RSS feed তৈরী করতে পারবেন এবং এর সাহায্যে সহজেই Blog কে জনপ্রিয় করে তুলতে পারবেন।
আপনার ব্লগের ভবিষ্যত সফলতার জন্য RSS feed অনন্য ভুমিকা পালন করবে। বেশিরভাগ ভিসিটর কয়েকদিন পর একটি ব্লগের ব্যাপারে ভুলে যায় কারন হয়তো সে Blog টি মনে রাখার মত ছিল না, কিন্তু আপনার Blog এ যদি RSS subscriber থাকে তাহলে সে subscribe করে রাখতে পারবে এবং নিয়মিত আপনার ব্লগের আপডেট পেয়ে যাবে।

How to use Blog Feed:
Go to http://www.feedburner.com/fb/a/home একটি সহজ Blog Feed Address তৈরী করুন যেমন, আমার Feed Address হলো: http://feeds2.feedburner.com/ahasan-sms. বেশিরভাগ visitor Feed Reader সর্ম্পকে বেশি কিছু জানে না তাই তাদের জন্য সেরা সমাধান হল e-mail subscription ব্যবস্থা। FeedBurner এর e-mail subscribtion option চালু করুন নিম্নরুপে:

My Feed এ click করুন
Feed Title এ click করুন
Publicize এ click করুন
Email Subscription click করুন
Use as a widget in check box থেকে Blogger Choose করুন
Go এ click করুন
Add Widget এ click করুন
আপনার visitor ইমেইলের মাধ্যমে আপনার Blog subscribe করতে পারবে। যখনি আপনি Blog আপডেট করবেন, তখনি আপনার পাঠকরা তা তাদের ইমেইল ইনবক্সে পেয়ে যাবে।
আপনার Blog এ “Subscribe in a Reader” widget add করতে Chicklet Chooser এ Click করুন এবং same system follow করুন।

How to use Feed Reader:
একজন ব্লগার হিসাবে প্রতিটি ব্লগের ইমেইল পাঠক হওয়া ঝামেলার ব্যাপার। আপনার ইনবক্স ভরে যাবে RSS আপডেটে।Feed Reader এ আপনি easily আপনার প্রিয় Blog পড়তে পারবেন। সবচেয়ে সহজ Feed Reader হল Google Reader. www.Google.com/reader –এ যান এবং আপনার জি-মেইল একাউন্ট দিয়ে লগ ইন করুন। কোন ব্লগের সাবস্ক্রাইবার হতে হলে ওই Blog এ গিয়ে Subscribe in a Reader –এ ক্লিক করুন এবং Google Reader Choose করুন অথবা Follow তে click করুন।এখন আপনি Google Reader এ Lettest Blog update পড়তে পারবেন। এভাবে আপনি যতখুশি তত Blog পড়তে পারবেন, তাও আবার Blog এ visit না করেই।

5) How to get more visitor in your Blog?


১) অন্যের Blog Follow করুন তাহলে ওইসব blog থেকে কিছু visitor আপনার Blog এ আসতে পারে।

২) facebook.com এ আপনার ব্লগ এর বিষয়ের সাথে মিলিয়ে Group করতে পারেন ব্লগ এর address use করে। Group member দের কেউ কেউ আপনার ব্লগ ভিজিট করতে পারে। আমার Group দেখার জন্য Facebook এ "Let’s make fun with SMS." লিখে search করুন।

৩) http://groups.yahoo.com/ তে ও আপনার ব্লগ এর বিষয়ের সাথে মিলিয়ে Group করতে পারেন। Yahoo Group এর post Search Engine এর প্রথম পাতায় আসতে দেখা যায় মাঝে মাঝে।

৪) Blogger এ দেওয়া template use না করে google থেকে search করে professonal template use করতে পারেন। প্রফেশনাল template দেখতে এখানে click করুন। এই Blog এ Professional Template use করা হয়েছে

৫) youtube এ chennel খুলতে পারেন। আপনার upload করা video তে Blog এর url Address লিখে দিন। Free তে আপনার Blog এর Advertize হয়ে যাবে। আমার
upload করা video দেখুন:


Sunday 5 April 2009

4) How to make your Blog or Website important to Search Engine?

আমরা যখন কোন কিছু Search Engine (Google /Yahoo/MSN…) এ Search করি তখন আমরা search result কত পাতা পর্যন্ত দেখি? বেশির ভাগ সময় আমরা ১, ২ বা বেশি হলে ৩ পাতা পর্যন্ত থাকা সাইট গুলো ভিজিট করি। তারমানে এই সাইট গুল Search Engine থেকে অনেক ভিজিটর পায়। আর এই পাওয়ার পিছনে মুল ভুমিকা হল Search Engine Optimization(SEO) । কারন একই বিষয়ে হওয়া সত্ত্বেও first page এর site গুলো নিজেদেরকে Search Engine এর কাছে অন্য দের তুলনায় বেশি Important হিসাবে তুলে ধরতে পেরেছে।Search Engine Optimization (SEO) হল আপনার সাইট টিকে Search Engine এর কাছে important করে তোলার পদ্ধতি।
5 Search Engine Optimization(SEO) Tips for your Blog/Website

Tips-1
SEO এর জন্য Blog or Webpage Title বেশ গুরুত্ব বহন করে। Title হতে হবে আপনার Post এর Keyword গুলর সমন্নয়ে তৈরি কতগুলো শব্দের ইউনিট। তবে কখনই কোন Full Sentence হবে না। যেমন আপনার Keyword গুলো যদি হয় – Crime News, Foreign News, Media News তাহলে আপনি আপনার Title টি বানাতে পারেন – Crime| Media| Foreign News . আপনি বিভিন্ন ভাবে এটা সাজাতে পারেন। তবে মনে রাখবেন কোন ধরনের Article, Preposition ব্যাবহার না করাই ভাল।

Tips-2
আপনার Blog/Website এ ছবি ব্যাবহার করার সময় আপনার image এর নাম রাখুন আপনার Post keyword এর সাথে মিলিয়ে। যেমন হতে পারে Crime_news। Website এর ক্ষেত্রে image tag use(Angry face) করুন।আর alt এর ভিতরে আপনার ছবির Description উল্লেখ করুন। মনে রাখবেন SEO এর জন্য image Tag খুব Important. Google এ Image search করে আপনার site এর image দেখে কেউ কেউ আপনার site visit করতে পারে।

Tips-3

পেইজের ভিতরে Keyword Stuffing করবেন না। Keyword গুলোকে পেইজের সবখানে ছড়িয়ে ইউজ করুন। বিনা কারনে Keyword বারবার ইউজ করবেন না। এতে Search Engine আপনার পেইজ কে Scam হিসাবে ধরে নিবে। সব চেয়ে ভাল হয় প্রতি প্যারাতে ১বার বা ২বার ইউজ করা। এছাড়া প্রতি Keyword কে পেইজের ভিতর ১বার বোল্ড করে দিতে পারেন।

Tips-4(For Websit)

আপনার সাইটটিকে সহজ ভ্রমনযোগ্য রাখুন। কোন পেইজের দুরত্ব Home page থেকে Two Level এর বেশি রাখবেন না। এতে যেমন SEO এর ক্ষেত্তে সমসা হবে তেমনি আপনার ইউজাররা ও বিরক্ত হবে। এ বাপারে Google Webmaster Resources ইউজ করতে পারেন। মনে রাখবেন আপনার সাইট যত Easy Navigable হবে Search Engine Spider তত সহজে আপনার সাইটের Page গুলো কে নিবন্ধন করবে।

Tips-5(For Websit)

আমরা আমাদের সাইটে বিভিন্ন কাজে বিভিন্ন সময়ে Java Script ইউজ করে থাকি।Java Script SEOএর বাপারে কোন ভুমিকা রাখে না বরং বেশ কিছুটা সমসা করে। কারন Search Engine Spider কেবল HTML এবং Text পড়ে। অন্য কোন কিছুই না। অন্য দিকে Java Script পেইজকে অনেক বড় করে ফেলে। ফলে স্পাইডারের জন্য পেইজ নেভিগেশন কস্টকর হয়ে যায়। তাই Java Script ইউজ করলে External File হিসাবে ইউজ করা ভাল। এছাড়া বিভিন্ন Script ইউজ করে আমাদের সাইটকে সুন্দর করতে গিয়ে আমরা বিভিন্ন ভাবে Link Hide করে ফেলি।
আমার personal মতামত হল pure HTML / XHTML দিয়ে সাইট তারী করা সবচেয়ে ভাল।

Saturday 4 April 2009

3) Search Engine এ আপনার Blog এর sitemap submit করবেন কিভাবে?

আপনার Blog এর visitor আসবে কোথা থেকে? Blog অথবা website এর visitor আসে মূলত search engine থেকে। তাই Search Engine এ আপনার Blog এর sitemap submit করতে হবে যাতে Search Engine আপনার Blog খুজে পায়। আপনার www.Blogger.com(ব্লগস্পট) ব্লগের sitemap, Google Search Engine এ submission করতে follow করুন:

1. Click On the Dashboard of your Blog
2. Click on Webmater Tools(চিত্রে দেখুন)
3. Add Blog address url first
4. Then Click Sitemaps on the right panel.
5. Click on “Add” under sitemap
6. In the text box, type either atom.xml or rss.xml. Then click Submit Sitemap For example, if you want to use the Atom feed as a Sitemap, the full URL will be http://yourblog.blogspot.com/atom.xml.
তাছাড়া নিচের website থেকে আপনি আপনার Blog/website Yahoo, MSN, AOL Search Engine সহ more than 40 search Engine এ Free submit করতে পারেন খুব সহজেই।

http://www.submitexpress.com/

2) Professional Blogger দের ইনকাম কতো?

আমরা জানি যে ব্লগিং এখন আর শখ না অনেকের কাছে ব্লগিং এখন পেশা।অনেকে ব্লগিং কে খন্ড কালিন পেশা হিসাবে নিচ্ছে। অনেকে আবার পুর্ন কালিন পেশা হিসাবেও গ্রহন করছে। যারা ব্লগিং কে পেশা হিসাবে নিচ্ছে তাদেরকে বলা হয় প্রো-ব্লগার।

ব্লগিং করে প্রো-ব্লগার রা যেটুকু ইনকাম করেন তা সতি ই আলোচনার ব্যাপার।

এখানে আমি কিছু বিখ্যাত প্রো-ব্লগার এবং তাদের income এর কথা উল্লেখ করছি।

Michael Arrington



তার বিখ্যাত ব্লগ www.techcrunch.com এর কথা আমরা অনেকেই জানি।এটা একটি টেকনলজি ব্লগ যেখানে সম্পুর্ন সিলিকন ভ্যালি এবং পু্রো পৃথিবী্র টেকনলজি নিয়ে লেখা হয়। Michael Arrington একজন আমেরিকান নাগরিক।
ব্লগিং থেকে Michael Arrington এর ইনকাম : $২৫০০০০.০০ (প্রতি মাসে)

Jeremy Schoemaker


২০০৮ সালের অক্টোবর মাসে Slate (magazine) এ Jeremy Schoemaker এর একটি ছবি ছাপা হয়।ছবিটিতে Jeremy Schoemaker Google Adsense এর $১৩২,৯৯৪.৯৭ এর একটি চেক দেখাচ্ছেন।এই ছবি প্রকাশের পর ই তিনি আলোচনায় আসেন।তার ব্লগ www.shoemoney.com।
তার ব্লগ থেকে ইনকাম এর ব্যাপারে আর কিছু কি বলার দরকার আছে?

Yaro Starak


একজন অস্ট্রেলিয়ান তরুন ব্লগার।তিনি ১৯৯৮ সাল থেকে ব্লগিং করেন এবং তার ব্লগ হছে www.Entrepreneurs-Journey.com ।এখন তিনি “কিভাবে ব্লগিং থেকে পুর্ন কালিন ইনকাম করা যায় ” তার উপর মানুষকে শিক্ষা দেন। ব্লগিং থেকে Yaro Starak এর ইনকাম : $৭০০০০.০০ (প্রতি মাসে)

Amit Agarwal


একজন সফল ইন্ডিয়ান ব্লগার।তার ব্লগ হছে www.labnol.blogspot.com যার টাইটেল হছে Digtal Inspiration।Amit Agarwal অন্যান্য ব্লগার দের মত তার ইনকাম রিপোর্ট কখোন প্রকাশ করেন না তবে তিনি বলেছেন তার ইনকাম ৬ ঘরের সংখ্য। অর্থাৎ তার income এক লক্ষ ডলার এর উপরে।

John Chow



আমেরিকান নাগরিক কিন্তু দেখতে কো্রিয়ানদের মত।তিনি ২০০৫ সাল থেকে ব্লগিং করছেন।তার Blog- www.johnchow.com. ব্লগিং থেকে John Chow এর ইনকাম : $৪৫০০০.০০ (প্রতি মাসে)

Darren Rowse

একজন অস্ট্রেলিয়ান ব্লগার।তিনি ২০০২ সাল থেকে ব্লগিং করেন।তার অনেকগুলি ব্লগ নেটওয়ার্ক আছে। www.proBlogger.com, www.proBlogger.net নাম আমরা সকলে ই জানি।
ব্লগিং থেকে Darren Rowse এর ইনকাম : $৩৫০০০.০০ (প্রতি মাসে)

এতক্ষন আমরা দেখলাম যে প্রো-ব্লগার রা ব্লগিং থেকে কতো বড় অংকের টাকা ইনকাম করছেন।আমাদের দেশেও কিছু ব্লগার আছেন যারা মাসে $১৫০০-$২০০০ ইনকাম করেন।একবার ভেবে দেখুন তো এটাই বা আমাদের দেশের প্রেক্ষিতে কম কিসের।আমাদের পাশের দেশের ব্লগাররাও এভারেজে $৩০০০-$৭০০০০ ইনকাম করেন।
আপনি ও পারবেন চেষ্টা চালিয়ে যান। আপনাকে ত টাকা খরচ করতে হচ্ছে না Blogging করে টাকা income করতে। সু্তরাং এই ব্লগটা Bookmark করে রাখুন আর নিয়মিত নতুন post গুলো পড়ুন বুঝেফেলবেন রহস্য।

Thursday 2 April 2009

1) Make money online from Google Adsense by Free Blogsite.

ভাবছেন আপনার ওয়েব সাইট নেই, কম্পিউটার সম্পর্কে তেমন কিছু জানেন না.. তো কিভাবে online money making সম্ভব? অসম্ভব নয় একেবারেই। একটু কষ্ট করলে আপনিও পেতে পারেন Google cheque বাসায় বসেই।এই জন্য আপনাকে Website এর মতই দেখতে Free Blogsite বানাতে হবে। Professional Bologger এর মত হাজার হাজার Doller income না হোক, অন্তত যদি নেটের বিল ও ব্যক্তিগত খরচটুকু চলে আসে, তাতেই বা কম কিসে?

প্রথমে জেনে নিন Blog কি এবং কেন?

ব্লগ শব্দটি দিয়ে ডায়রি লেখার ভার্চুয়াল স্পেসটিকে বোঝায়। ইন্টারনেটের এই যুগে আপনি আপনার ডায়রি খাতায় না লিখে Blogsite এ লিখে রাখতে পারেন এবং সহজেই আপনার বন্ধু্দের সাথে শেয়ার করতে পারন। এখন এ কাজটি ব্যাপকভাবে ব্লগিং হিসেবে পরিচিত। আর যার নিজের এক বা একধিক ব্লগ আছে তাকে বলা হয় ব্লগার। খুব সহজে বিনাপয়সায় ইন্টারনেট সংযোগ থাকলেই ব্লগ খোলা যায় সাথে কিছু টাকাও income করা যায় Google Adsense থেকে।

AdSense সম্পর্কিত কিছু প্রাথমিক ধারণা:

আমরা যারা নেটে বিচরন করি তারা Google –সম্পর্কে জানি। Google এর একটি সার্ভিস রয়েছে যেখানে যেকেউ তার কোম্পানী বা ওয়েবের বিজ্ঞাপন দিতে পারে। সেখান থেকে প্রাপ্ত বিজ্ঞাপনগুলো AdSense Account এর মাধ্যমে বিভিন্ন Website or Blog এ দেখানোর ব্যবস্থা করা হয়। সাধারনত প্রতিটি এডস প্রদর্শন, ক্লিক, ফ্রি সাইনআপ, বিক্রিয়, সেবাগ্রহন ইত্যাদির বিনিময়ে কোম্পানীগুলো গুগলকে টাকা দিয়ে থাকে। এই কাজটা যখন আপনার Website or Free Blogsite এর মাধ্যমে হয়ে থাকে তখন আপনাকে সেই টাকার একটা অংশ দেয় Google.

ফ্রি ব্লগ সাইট তৈরী:


Internet এ ফ্রি ব্লগ সার্ভিস গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি সার্ভিস হচ্ছে ব্লগস্পট (blogger.com)। ব্লগ স্পটে কিভাবে ব্লগ করতে হয় তা ধাপে ধাপে আলোচনা করা হলো।

১) ব্লগ স্পটে ফ্রি ব্লগ করার জন্য আপনাকে প্রথমে একটি গুগল একাউন্টের মালিক হতে হবে। Gmail Account না থাকলে gmail.com থেকে আপনি বিনামূল্যেই একটি একাউন্ট তৈরি করে নিতে পারবেন।

২) Gmail সাইনআপ কম্প্লিট হলে ওপেন করুন blogspot.com বা http://blogger.com। ব্লগারের লগইন পেজে গুগলের আইডি ব্যবহার করে লগইন করতে হবে।

৩) ঠিক ঠাক মত লগইন করতে পারলে Sign up for Blogger পেজ আসবে এবং আপনাকে Display name দিতে বলবে। ডিসপ্লে নামটি মূলত ব্লগে আপনার নিক হবে। এটি যেকোন সময় পরিবর্তন করা যায়। সুতরাং যেকোন একটি দিয়ে ফেলতে পারেন। নাম দেয়া হলে Acceptance of Terms এর চেকবক্সে ক্লিক করে Continue করুন।

৪) এবার ব্লগস্পট আপনাকে Dashboard পেজে নিয়ে যাবে যেখান থেকে আপনি Create your blog now এ ক্লিক করে ব্লগ তৈরি করতে পারবেন। তাহলে ক্লিক করুন Create your blog now লিংকে।

৫) ব্লগস্পট আপনাকে এবার Name your blog পেজে নিয়ে আসবে যেখানে আপনি আপনার Blog title ও Blog address (URL) ঠিক করবেন। একটি বিষয় মাথায় রাখুন যে গুগল বা ইয়াহুর মত ব্লগস্পটেও বেশীর ভাগ নাম দখল হয়ে গিয়েছে। সুতরাং Blog address (URL) এ কোন নাম দেয়ার পর Check Availability এ ক্লিক করে দেখে নিন।

৬) ব্লগস্পট এবার আপনাকে Choose a template পেজে নিয়ে যাবে যেখান থেকে আপনার রুচিমত একটি টেমপ্লেট নির্বাচন করে Continue করতে পারেন। Template যেকোন সময়ই পরিবর্তন করা যায়। সুতরাং এটি নিয়ে খুব বেশী না ভেবে আপাতত একটি নিয়ে ফেলুন।

৭) সবঠিক ঠাক মত সম্পন্ন হলে Your blog has been created! ম্যাসেজ পাবেন আরেকটি পেজে। Start posting এ ক্লিক করে ব্লগিং শুরু করে দিতে পারেন। নেট থেকে আপনার পছন্দমত লেখা সংগ্রহ করে এডিটিং করে posting শুরু করুন।

লক্ষ করুন- ৫ নং ধাপে আপনি যে Blog address (URL) দিয়েছিলেন, সেটি আপনার ব্লগ লিংক। যেমন আমার ব্লগস্পট লিংক হলো http://ahasan-sms.blogspot.com । AdSense Account সাইনআপ করতে এরকম একটা সাইট আপনার প্রয়োজন।

Google Adsense এর জন্য আবেদন করার প্রক্রিয়া :


ধরে নেয়া হলো আপনার ব্লগ সাইটের লিংকটি নিন্মরুপ-
http://ahasan-sms.blogspot.com

তাহলে শুরু করা যাক।

১) https://www.google.com/adsense/login/en_US/ এই লিংক এ গিয়ে ডান দিকে উপরে Sign up now >> বাটনে ক্লিক করুন। সাইনআপ ফর্ম চলে আসবে...
২) ফর্মের Website Information সেকশনে Website URL: এ আপনার ব্লগ সাইটের ওয়েব লিংক বসান। উদাহরণ: Website URL: http://ahasan-sms.blogspot.com
যে সাইটের লিংকটি দিয়ে আবেদন করবেন, সেটি ইংরেজীতে হওয়া বাঞ্ঝনীয়। তবে ইদানিং এডসেন্সের রুলস অনেক শিথিল করা হয়েছে.. গুগল বাংলা সমর্থন না করলেও বাংলা সাইটের জন্যও আবেদন গ্রহন করা হচ্ছে শুনতে পেয়েছি। তবুও আবেদনের গ্রহনযোগ্যতা বাড়ানোর জন্য আপনার ব্লগস্পটের ১ম ব্লগটিতে ইংরেজীতে কিছু পোস্ট লিখে রাখতে পারেন। আপনি একই e-mail address দিয়ে Blogspot এ একাধিক বিষয়ে একাধিক ব্লগ বানাতে পারবেন। Adsense Account হয়ে গেলে পরে আপনি বাংলায়ও Bloging করতে পারবেন।

৩) Website language: ইংরেজী নির্বাচন করুন এবং নিচের দুটো চেকবক্সে টিক দিয়ে দিন। চেক বক্সদুটোতে লেখা থাকবে-
[ ] I will not place ads on sites that include incentives to click on ads.
[ ] I will not place ads on sites that include pornographic content.

৪) Contact Information এ Account type: এ Individual নির্বাচন করুন। বিজনেস নির্বাচন করলে তেমন কোন পরিবর্তন হবে না শুধু মাত্র চেকটি আপনার প্রতিষ্ঠানের নামে ইস্যু হওয়া ছাড়া। আরো বিস্তারিত জানতে এডসেন্সের পেজে দেখুন।
৫) Country or territory: তে যে দেশ নির্বাচন করবেন, নিচে সেই দেশের উপযোগী এড্রেস ফিল্ড পাবেন। আপনি যেই দেশ এ অবস্হান করছেন সেই দেশ নির্বাচন করুন ।
৬) Payee name (full name): এ আপনার সঠিক নামটি লিখুন যে নামে ব্যাংক একাউন্ট করা সম্ভব বা যেটি আপনার সার্টিফিকেটে রয়েছে। কারন এ নামেই চক ইস্যু হবে এবং এই নাম পরবর্তিতে পরিবর্তন করা যায় না। এবিষয়টি একটু সতর্কতার সাথে পুরন করুন। কারন এখানে ভুল করার কারনে অনেক লোক চেক ভাঙাতে পারেন না।
৭) আপনার সঠিক এড্রেসটি দিয়ে I agree that I can receive checks made out to the payee name I have listed above চেক বক্সে চেক করুন। লক্ষ করুন, আপনার সঠিক টেলিফোন/মোবাইল নাম্বারটিও দিতে হবে।
৮) Policies-এর তিনটি চেক বক্সেই চেক করতে হবে। তার আগে AdSense Program Policies টা অবশ্যই পড়ে নিবেন। এখুনি পড়তে না চাইলে বুকমার্ক করে রাখুন। নতুনদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ন।
৯) সবকিছু আরেকবার পরীক্ষা করে সাবমিট করুন... একটি কনফার্মেশন পেজ চলে আসবে যেখানে আপনার পুরন করা তথ্যগুলো দেখাবে।
১০) এবার Which best describes you? প্রথম অপশনটি নির্বাচন করুন। (ধরে নেয়া হলো আপনার একটি জিমেইল আইডি রয়েছে.. কারন আগের পর্বে আপনি ব্লগস্পটে ব্লগ তৈরি করেছিলেন।)
১১) Would you like to use your existing Google Account for AdSense? এ ও প্রথম অপশনটি নির্বাচন করুন। (I'd like to use my existing Google account for AdSense.)..
এবার গুগলের লগইন করার বক্স আসবে...
আপনার গুগল আইডি (জিমেইলে যেটি ব্যবহার করেন) ও পাসওয়ার্ড দিন)

Continue করুন... সবকিছু ঠিকঠাক থাকলে আপনাকে ৫/৭ দিন অপেক্ষা করতে হবে। Account accept confirmation আপনাকে মেইল করে জানিয়ে দিবে।

Blog এ Google Add সংযু্ক্তকরন:

Gmail এ log in করুন তারপর আপনার ব্লগ এ যান।
“Customize” এ click করুন, “Add a Gadget” এ click করুন, Adsense এ click করুন, Add choose করুন, save করুন। এখন আপনার ব্লগ এর লেখা(Posting) এর বিষয়বস্তু অনুযায়ী Add show হবে

Grab this Widget ~ Blogger Accessories