Sunday 5 April 2009

4) How to make your Blog or Website important to Search Engine?

আমরা যখন কোন কিছু Search Engine (Google /Yahoo/MSN…) এ Search করি তখন আমরা search result কত পাতা পর্যন্ত দেখি? বেশির ভাগ সময় আমরা ১, ২ বা বেশি হলে ৩ পাতা পর্যন্ত থাকা সাইট গুলো ভিজিট করি। তারমানে এই সাইট গুল Search Engine থেকে অনেক ভিজিটর পায়। আর এই পাওয়ার পিছনে মুল ভুমিকা হল Search Engine Optimization(SEO) । কারন একই বিষয়ে হওয়া সত্ত্বেও first page এর site গুলো নিজেদেরকে Search Engine এর কাছে অন্য দের তুলনায় বেশি Important হিসাবে তুলে ধরতে পেরেছে।Search Engine Optimization (SEO) হল আপনার সাইট টিকে Search Engine এর কাছে important করে তোলার পদ্ধতি।
5 Search Engine Optimization(SEO) Tips for your Blog/Website

Tips-1
SEO এর জন্য Blog or Webpage Title বেশ গুরুত্ব বহন করে। Title হতে হবে আপনার Post এর Keyword গুলর সমন্নয়ে তৈরি কতগুলো শব্দের ইউনিট। তবে কখনই কোন Full Sentence হবে না। যেমন আপনার Keyword গুলো যদি হয় – Crime News, Foreign News, Media News তাহলে আপনি আপনার Title টি বানাতে পারেন – Crime| Media| Foreign News . আপনি বিভিন্ন ভাবে এটা সাজাতে পারেন। তবে মনে রাখবেন কোন ধরনের Article, Preposition ব্যাবহার না করাই ভাল।

Tips-2
আপনার Blog/Website এ ছবি ব্যাবহার করার সময় আপনার image এর নাম রাখুন আপনার Post keyword এর সাথে মিলিয়ে। যেমন হতে পারে Crime_news। Website এর ক্ষেত্রে image tag use(Angry face) করুন।আর alt এর ভিতরে আপনার ছবির Description উল্লেখ করুন। মনে রাখবেন SEO এর জন্য image Tag খুব Important. Google এ Image search করে আপনার site এর image দেখে কেউ কেউ আপনার site visit করতে পারে।

Tips-3

পেইজের ভিতরে Keyword Stuffing করবেন না। Keyword গুলোকে পেইজের সবখানে ছড়িয়ে ইউজ করুন। বিনা কারনে Keyword বারবার ইউজ করবেন না। এতে Search Engine আপনার পেইজ কে Scam হিসাবে ধরে নিবে। সব চেয়ে ভাল হয় প্রতি প্যারাতে ১বার বা ২বার ইউজ করা। এছাড়া প্রতি Keyword কে পেইজের ভিতর ১বার বোল্ড করে দিতে পারেন।

Tips-4(For Websit)

আপনার সাইটটিকে সহজ ভ্রমনযোগ্য রাখুন। কোন পেইজের দুরত্ব Home page থেকে Two Level এর বেশি রাখবেন না। এতে যেমন SEO এর ক্ষেত্তে সমসা হবে তেমনি আপনার ইউজাররা ও বিরক্ত হবে। এ বাপারে Google Webmaster Resources ইউজ করতে পারেন। মনে রাখবেন আপনার সাইট যত Easy Navigable হবে Search Engine Spider তত সহজে আপনার সাইটের Page গুলো কে নিবন্ধন করবে।

Tips-5(For Websit)

আমরা আমাদের সাইটে বিভিন্ন কাজে বিভিন্ন সময়ে Java Script ইউজ করে থাকি।Java Script SEOএর বাপারে কোন ভুমিকা রাখে না বরং বেশ কিছুটা সমসা করে। কারন Search Engine Spider কেবল HTML এবং Text পড়ে। অন্য কোন কিছুই না। অন্য দিকে Java Script পেইজকে অনেক বড় করে ফেলে। ফলে স্পাইডারের জন্য পেইজ নেভিগেশন কস্টকর হয়ে যায়। তাই Java Script ইউজ করলে External File হিসাবে ইউজ করা ভাল। এছাড়া বিভিন্ন Script ইউজ করে আমাদের সাইটকে সুন্দর করতে গিয়ে আমরা বিভিন্ন ভাবে Link Hide করে ফেলি।
আমার personal মতামত হল pure HTML / XHTML দিয়ে সাইট তারী করা সবচেয়ে ভাল।



Related Articles by Categories


7 comments:

  • Unknown said...
     

    This blog is very beautiful for the tips...

  • Bangladeshi Blogger said...
     

    Nice post.Join The Full of Entertainment Zone.Computer tips and tricks,Top Antivirus software Collection,Top wallpaper,mp3,mp4,web cam chat,health tips,earn money from internet,data entry job,paid to click,paid per click,google adsense,versity admission and result many more......

  • Anonymous said...
     

    thank you .jara notun site toire korsen ,otocho earn korte par sen na,mail me,
    milon4all@gmail.com

    visit

    http://www.bd-blogs.blogspot.com

  • www.bd-blogs.blogspot.com said...
     

    ooooo thank you .jara notun site toire korsen ,otocho earn korte par sen na,mail me,
    milon4all@gmail.com

    visit

    http://www.bd-blogs.blogspot.com

  • Anonymous said...
     

    ধন্যবাদ ভাই।
    আমার এই সাইট টি তে সিইও সম্পর্কে অনেক বই আছে। বাংলায় ও আছে। ডাউনলোড করে পড়তে পারেন জার ইচ্ছা হয়।
    লিঙ্ক- www.freeebook0.blogspot.com

  • Anonymous said...
     

    I'm excited to discover this website. I want to to thank you for your time due to this wonderful read!! I definitely loved every part of it and i also have you book marked to see new things in your blog.

    Also visit my blog post - Seo India

  • Unknown said...
     

    nice post. my site

Grab this Widget ~ Blogger Accessories