Thursday 2 April 2009

1) Make money online from Google Adsense by Free Blogsite.

ভাবছেন আপনার ওয়েব সাইট নেই, কম্পিউটার সম্পর্কে তেমন কিছু জানেন না.. তো কিভাবে online money making সম্ভব? অসম্ভব নয় একেবারেই। একটু কষ্ট করলে আপনিও পেতে পারেন Google cheque বাসায় বসেই।এই জন্য আপনাকে Website এর মতই দেখতে Free Blogsite বানাতে হবে। Professional Bologger এর মত হাজার হাজার Doller income না হোক, অন্তত যদি নেটের বিল ও ব্যক্তিগত খরচটুকু চলে আসে, তাতেই বা কম কিসে?

প্রথমে জেনে নিন Blog কি এবং কেন?

ব্লগ শব্দটি দিয়ে ডায়রি লেখার ভার্চুয়াল স্পেসটিকে বোঝায়। ইন্টারনেটের এই যুগে আপনি আপনার ডায়রি খাতায় না লিখে Blogsite এ লিখে রাখতে পারেন এবং সহজেই আপনার বন্ধু্দের সাথে শেয়ার করতে পারন। এখন এ কাজটি ব্যাপকভাবে ব্লগিং হিসেবে পরিচিত। আর যার নিজের এক বা একধিক ব্লগ আছে তাকে বলা হয় ব্লগার। খুব সহজে বিনাপয়সায় ইন্টারনেট সংযোগ থাকলেই ব্লগ খোলা যায় সাথে কিছু টাকাও income করা যায় Google Adsense থেকে।

AdSense সম্পর্কিত কিছু প্রাথমিক ধারণা:

আমরা যারা নেটে বিচরন করি তারা Google –সম্পর্কে জানি। Google এর একটি সার্ভিস রয়েছে যেখানে যেকেউ তার কোম্পানী বা ওয়েবের বিজ্ঞাপন দিতে পারে। সেখান থেকে প্রাপ্ত বিজ্ঞাপনগুলো AdSense Account এর মাধ্যমে বিভিন্ন Website or Blog এ দেখানোর ব্যবস্থা করা হয়। সাধারনত প্রতিটি এডস প্রদর্শন, ক্লিক, ফ্রি সাইনআপ, বিক্রিয়, সেবাগ্রহন ইত্যাদির বিনিময়ে কোম্পানীগুলো গুগলকে টাকা দিয়ে থাকে। এই কাজটা যখন আপনার Website or Free Blogsite এর মাধ্যমে হয়ে থাকে তখন আপনাকে সেই টাকার একটা অংশ দেয় Google.

ফ্রি ব্লগ সাইট তৈরী:


Internet এ ফ্রি ব্লগ সার্ভিস গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি সার্ভিস হচ্ছে ব্লগস্পট (blogger.com)। ব্লগ স্পটে কিভাবে ব্লগ করতে হয় তা ধাপে ধাপে আলোচনা করা হলো।

১) ব্লগ স্পটে ফ্রি ব্লগ করার জন্য আপনাকে প্রথমে একটি গুগল একাউন্টের মালিক হতে হবে। Gmail Account না থাকলে gmail.com থেকে আপনি বিনামূল্যেই একটি একাউন্ট তৈরি করে নিতে পারবেন।

২) Gmail সাইনআপ কম্প্লিট হলে ওপেন করুন blogspot.com বা http://blogger.com। ব্লগারের লগইন পেজে গুগলের আইডি ব্যবহার করে লগইন করতে হবে।

৩) ঠিক ঠাক মত লগইন করতে পারলে Sign up for Blogger পেজ আসবে এবং আপনাকে Display name দিতে বলবে। ডিসপ্লে নামটি মূলত ব্লগে আপনার নিক হবে। এটি যেকোন সময় পরিবর্তন করা যায়। সুতরাং যেকোন একটি দিয়ে ফেলতে পারেন। নাম দেয়া হলে Acceptance of Terms এর চেকবক্সে ক্লিক করে Continue করুন।

৪) এবার ব্লগস্পট আপনাকে Dashboard পেজে নিয়ে যাবে যেখান থেকে আপনি Create your blog now এ ক্লিক করে ব্লগ তৈরি করতে পারবেন। তাহলে ক্লিক করুন Create your blog now লিংকে।

৫) ব্লগস্পট আপনাকে এবার Name your blog পেজে নিয়ে আসবে যেখানে আপনি আপনার Blog title ও Blog address (URL) ঠিক করবেন। একটি বিষয় মাথায় রাখুন যে গুগল বা ইয়াহুর মত ব্লগস্পটেও বেশীর ভাগ নাম দখল হয়ে গিয়েছে। সুতরাং Blog address (URL) এ কোন নাম দেয়ার পর Check Availability এ ক্লিক করে দেখে নিন।

৬) ব্লগস্পট এবার আপনাকে Choose a template পেজে নিয়ে যাবে যেখান থেকে আপনার রুচিমত একটি টেমপ্লেট নির্বাচন করে Continue করতে পারেন। Template যেকোন সময়ই পরিবর্তন করা যায়। সুতরাং এটি নিয়ে খুব বেশী না ভেবে আপাতত একটি নিয়ে ফেলুন।

৭) সবঠিক ঠাক মত সম্পন্ন হলে Your blog has been created! ম্যাসেজ পাবেন আরেকটি পেজে। Start posting এ ক্লিক করে ব্লগিং শুরু করে দিতে পারেন। নেট থেকে আপনার পছন্দমত লেখা সংগ্রহ করে এডিটিং করে posting শুরু করুন।

লক্ষ করুন- ৫ নং ধাপে আপনি যে Blog address (URL) দিয়েছিলেন, সেটি আপনার ব্লগ লিংক। যেমন আমার ব্লগস্পট লিংক হলো http://ahasan-sms.blogspot.com । AdSense Account সাইনআপ করতে এরকম একটা সাইট আপনার প্রয়োজন।

Google Adsense এর জন্য আবেদন করার প্রক্রিয়া :


ধরে নেয়া হলো আপনার ব্লগ সাইটের লিংকটি নিন্মরুপ-
http://ahasan-sms.blogspot.com

তাহলে শুরু করা যাক।

১) https://www.google.com/adsense/login/en_US/ এই লিংক এ গিয়ে ডান দিকে উপরে Sign up now >> বাটনে ক্লিক করুন। সাইনআপ ফর্ম চলে আসবে...
২) ফর্মের Website Information সেকশনে Website URL: এ আপনার ব্লগ সাইটের ওয়েব লিংক বসান। উদাহরণ: Website URL: http://ahasan-sms.blogspot.com
যে সাইটের লিংকটি দিয়ে আবেদন করবেন, সেটি ইংরেজীতে হওয়া বাঞ্ঝনীয়। তবে ইদানিং এডসেন্সের রুলস অনেক শিথিল করা হয়েছে.. গুগল বাংলা সমর্থন না করলেও বাংলা সাইটের জন্যও আবেদন গ্রহন করা হচ্ছে শুনতে পেয়েছি। তবুও আবেদনের গ্রহনযোগ্যতা বাড়ানোর জন্য আপনার ব্লগস্পটের ১ম ব্লগটিতে ইংরেজীতে কিছু পোস্ট লিখে রাখতে পারেন। আপনি একই e-mail address দিয়ে Blogspot এ একাধিক বিষয়ে একাধিক ব্লগ বানাতে পারবেন। Adsense Account হয়ে গেলে পরে আপনি বাংলায়ও Bloging করতে পারবেন।

৩) Website language: ইংরেজী নির্বাচন করুন এবং নিচের দুটো চেকবক্সে টিক দিয়ে দিন। চেক বক্সদুটোতে লেখা থাকবে-
[ ] I will not place ads on sites that include incentives to click on ads.
[ ] I will not place ads on sites that include pornographic content.

৪) Contact Information এ Account type: এ Individual নির্বাচন করুন। বিজনেস নির্বাচন করলে তেমন কোন পরিবর্তন হবে না শুধু মাত্র চেকটি আপনার প্রতিষ্ঠানের নামে ইস্যু হওয়া ছাড়া। আরো বিস্তারিত জানতে এডসেন্সের পেজে দেখুন।
৫) Country or territory: তে যে দেশ নির্বাচন করবেন, নিচে সেই দেশের উপযোগী এড্রেস ফিল্ড পাবেন। আপনি যেই দেশ এ অবস্হান করছেন সেই দেশ নির্বাচন করুন ।
৬) Payee name (full name): এ আপনার সঠিক নামটি লিখুন যে নামে ব্যাংক একাউন্ট করা সম্ভব বা যেটি আপনার সার্টিফিকেটে রয়েছে। কারন এ নামেই চক ইস্যু হবে এবং এই নাম পরবর্তিতে পরিবর্তন করা যায় না। এবিষয়টি একটু সতর্কতার সাথে পুরন করুন। কারন এখানে ভুল করার কারনে অনেক লোক চেক ভাঙাতে পারেন না।
৭) আপনার সঠিক এড্রেসটি দিয়ে I agree that I can receive checks made out to the payee name I have listed above চেক বক্সে চেক করুন। লক্ষ করুন, আপনার সঠিক টেলিফোন/মোবাইল নাম্বারটিও দিতে হবে।
৮) Policies-এর তিনটি চেক বক্সেই চেক করতে হবে। তার আগে AdSense Program Policies টা অবশ্যই পড়ে নিবেন। এখুনি পড়তে না চাইলে বুকমার্ক করে রাখুন। নতুনদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ন।
৯) সবকিছু আরেকবার পরীক্ষা করে সাবমিট করুন... একটি কনফার্মেশন পেজ চলে আসবে যেখানে আপনার পুরন করা তথ্যগুলো দেখাবে।
১০) এবার Which best describes you? প্রথম অপশনটি নির্বাচন করুন। (ধরে নেয়া হলো আপনার একটি জিমেইল আইডি রয়েছে.. কারন আগের পর্বে আপনি ব্লগস্পটে ব্লগ তৈরি করেছিলেন।)
১১) Would you like to use your existing Google Account for AdSense? এ ও প্রথম অপশনটি নির্বাচন করুন। (I'd like to use my existing Google account for AdSense.)..
এবার গুগলের লগইন করার বক্স আসবে...
আপনার গুগল আইডি (জিমেইলে যেটি ব্যবহার করেন) ও পাসওয়ার্ড দিন)

Continue করুন... সবকিছু ঠিকঠাক থাকলে আপনাকে ৫/৭ দিন অপেক্ষা করতে হবে। Account accept confirmation আপনাকে মেইল করে জানিয়ে দিবে।

Blog এ Google Add সংযু্ক্তকরন:

Gmail এ log in করুন তারপর আপনার ব্লগ এ যান।
“Customize” এ click করুন, “Add a Gadget” এ click করুন, Adsense এ click করুন, Add choose করুন, save করুন। এখন আপনার ব্লগ এর লেখা(Posting) এর বিষয়বস্তু অনুযায়ী Add show হবে



Related Articles by Categories


17 comments:

  • tusharahasan said...
     

    ধন্যবাদ,
    আমার ব্লগ দেখা ও মন্তব্যের অনুরোধ রাখলাম।

    http://tusharahasan.blogspot.com/
    এখানে ক্লিক করুন
    google adsence not aprove me for "page type"
    I need your help about it.

  • Ahasan said...
     

    vi, apner last post ta muse sai link gulu dun paser penel a add a Gedget a click kore ,add link of ur favourite website a click kore add korun. article post korun link na. bangla te e ta lekte parn. sorry for late

  • Unknown said...
     

    Ahasan bhai,aponer blog site amake khubi bhalo leghese...
    aponer blog a blog tips gulo khubi easy vabe bojhano... amake bishes vabe valo leghese...
    but ami B.sc in Electrical & Electronic Engineering er student. amar question holo je. blog theke ki vabe taka ta amar hate pousobe?
    er jonno ki kono kotin condition ase ki na?
    nayeemchanchal@gmail.com

  • Unknown said...
     

    Ahasan bhai,also ekta question ase...
    ami to bloging samporke kisui janina.
    ki ki korle ami aponer moto valo blogger hote parbo?
    nayeemchanchal@gmail.com

  • kaosar1986 said...
     

    hi bro,ami kivabe other add like celbazaar or various add krbo amar blog e?

  • Plabon Mazumder said...
     

    Vai onake din dhore try korci blogging korar but kicutei parci na.Vai apniki amak aktu help korben?Ami apnar kas theke direct sikhte chacci.Apni ki amak aktu kosto kore sikhate paren na vaiya.Please somvob hole vaiya amak amtu kosto kore mail koren cseplabon@gmail.com.

  • Sahed said...
     

    Thanks for your information.
    Dear friend,
    Do you know how submit a sitemap in blogger or how increase google pagerank?

    Offer: Can we make adsense forum for clicking ads? Pls contact with me.
    01818189909
    http://make-money-online-bd.blogspot.com/

  • Unknown said...
     

    Ahasan bhai,
    ekjon ki ektar besi blog spot a blog korte pare...?
    Unique IP theke ki eker odhik blog reg. kora jai?

  • Unknown said...
     

    hello bhai, i nt understand **whice best discribs you. also cnt easly open my gmail. it telling HTML PRBLEM.oph pls help me.how me can.

  • iqbal said...
     

    hello sksahed je offer ta diyeche ta kora khubi dorkar

  • earnbd said...
     

    Ahasan Vai,
    Ami akjon Gorib Manush, Akta cafe te Kaj Kori, Amar adsense a Khub Agroho. Kintu Parina. Apnar Blog Dekhe Blog Banaici, Kintu Setake Apnar Moto Touri Korte Parsi na, Doya Kori Amake Bolben ki kivave Seta Kote Hoy, r apnar Mobile No. ta diben ki...........
    Please..
    Email :vission01@gmail.com\
    Mobile: 01728910995

  • Anonymous said...
     

    Dada ami new account khullam amake ektu help korun email id abhashims@yahoo.co /newton.tonne@gmail.com/ cell +91 9800039849. INDIA

  • Anonymous said...
     

    Hey, I am checking this blog using the phone and this appears to be kind of odd. Thought you'd wish to know. This is a great write-up nevertheless, did not mess that up.

    - David

  • Anonymous said...
     

    That iѕ a reаllу goоd tip particularly to thoѕe fresh to the blogoѕpheгe.
    Brief but very precise info… Thank уοu fοr sharing this one.

    A must reаd poѕt!

    Сhecκ out my website make money online

  • Unknown said...
     

    apnar site onek sundor, kintu amar ekta prosno ache, seti hocche ami jotodur jani bangla site adsesne support kore na, kintu ajkal onek bangla site ei adsesne dekha jai, apni jodi ekhonkar online newspaper gulo dekhen tahole bujte parben, jemon banglamail24.com othoba hello-today.com . emonki apnar site eo kichu lekha ace banglate, bangla site a kivabe adsense show kora jai ta jodi janaten khub upokrito hotam. apnar ans er jonno wait korbo.

  • Unknown said...
     

    প্লযখফদফিপ

  • Unknown said...
     

    http://any-accountproblem-solution.blogspto.com



    Plz vay blog ta dekhn plz..

Grab this Widget ~ Blogger Accessories